কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কুতুবদিয়ায় নিখোঁজের চারদিন পর মোহাম্মদ শাহরিয়ার (২২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮-ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে গভীর বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় ওই জেলের মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলে শাহরিয়ার উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নয়া পাড়ার আবদুল আখেরের ছেলে।
সূত্র জানায়, গত শনিবার (১৪-ডিসেম্বর) বিকেলে একই এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ৬ জন জেলে।
পরদিন শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে ট্টলারটি ডুবে যায়। ঘটনার পরপর ওই ট্রলারসহ ৩ জন জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হয় শাহরিয়ারসহ ওই এলাকার নুরুল আলম এর ছেলে আবু বকর (১৮) ও আকতার হোসেনের ছেলে মোহাম্মদ ইসহাক (১৮)।
উদ্ধারের পর জেলের মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।
এদিকে ট্রলার মালিক জামাল উদ্দিন বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে বোট ডুবির ঘটনা দাবি করলেও এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবী করছেন নিখোঁজ এবং মৃত উদ্ধার হওয়া জেলের স্বজনরা।