ইসকনকে নিষিদ্ধ ও আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে হেফাজতের বিক্ষোভ

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকনকে নিষিদ্ধ করাসহ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম, চট্টগ্রাম মহানগর শাখা।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষোলশহর দুই নম্বর গেইটের বিপ্লব উদ্দানের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

এসময় সংগঠনের শীর্ষ নেতারা অভিযোগ করেন ভারতের মদদে ইসকনের সদস্য পতিত সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রত্যক্ষ ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চায় ইসকন।

এরই অংশ হিসেবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলেও অভিযোক করেন বক্তারা।

ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলখানায় ডিভিশন বাতিল করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোরও আহবান জানান নেতারা।