নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দূর্ঘটনা কবলিত একটি কাভার্ড ভ্যানের চালকসহ আটকা পড়েন দুই জন।
সোমবার (২৫ নভেম্বর) ১১টার দিকে মিরসরাইয়ের ওয়ারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান সমানে থাকা আরেকটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে একটি ভ্যানের সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। সেখানেই আটকা পড়েন লরির চালকসহ দুই জন। পরে স্থানীয়রা ভ্যানের ভিতর থেকে এক জনকে উদ্ধার কতে পারলেও লরীর চালককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মিরসরাই ফায়ার স্টেশনের অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, সাড়ে এগারোটার দিকে আমাদের কাছে সড়ক দূর্ঘটনার সংবাদ আসে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি লরির চালক আটকা আছে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় তাকে আমরা উদ্ধার করেছি। এরপর স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।