কুতুবদিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু

কুতুবদিয়া
কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৪-২০২৫ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি প্লাস) কাজ শুরু হয়েছে।
রোববার সকাল ৮টায় উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, লেমশীখালী, কৈয়ারবিল, আলী আকবর ডেইল, বড়ঘোপ ইউনিয়নে এক সাথে শুরু হওয়া কাজের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম.এ. করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মুস্তাইন বিল্লাহ,কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, ইউপি সদস্য নেজাম উদ্দিন, মোঃ ফারুকসহ স্থানীয় জনপ্রতিনিধি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম.এ. করিম জানান, ১৮ দিনের এ কর্মসূচিতে ৬ ইউনিয়নে ৩ হাজার ৬৭০ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে ৪৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান।