টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ সেন্টমার্টিন নৌ চলাকালের নিরাপদ ও চিরস্থায়ী সমাধানের জন্য শাহ্পরীর দ্বীপ ঘোলার চর চ্যানেল ড্রেজিং করার দাবীতে মানববন্ধন করেছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
শুক্রবার ২২ নভেম্বর দুপুর ২ ঘটিকায় টেকনাফের শাহ্পরীর দ্বীপ ঘোলার চরে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,ট্যুর অপারেটর অব কক্সবাজারের (টুয়াক) এর প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান,সাবেক সভাপতি এস এম কিবরিয়া খান,উপদেষ্টা দিদার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি এম এম সাদেক লাভু ও টেকনাফ সেন্টমার্টিন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী।
ট্যুর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)এর প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান বলেন,নদীর নাব্যতা হারানোর কারণে মিয়ানমারের জ্বলসীমা পাড়ি দিয়ে সেন্টমার্টিন যাতায়াত করতে হয়। ঘোলার চরের চ্যানেলটি খোলে দিলে খুব সহজে জাহাজ বাংলাদেশের সীমানার ভেতর থেকে নিরাপদে সেন্টমার্টিন যাতায়াত করতে পারবে এবং ড্রেজিংয়ের বালি সরকারি যেকোন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে।
উপদেষ্টা মোহাম্মদ দিদার হোসেন বলেন,বছরে চার মাস ব্যবসা চলে কিন্তু চলতি বছর ভরা মৌসুমেও জাহাজ চালু হওয়ার কোন স্থায়ী সম্ভাবনা দেখছিনা এতে করে পর্যটন সংশ্লিষ্ট সবাই হতাশায় দিন কাটাচ্ছে।যদি এই চ্যানেলটি ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা যায় তাহলে মিয়ানমারের সীমানায় না গিয়ে অনায়াসে সেন্টমার্টিন যাতায়াত করতে পারবে পাশাপাশি মিয়ানমারের চলমান সংঘাতের আতঙ্ক থেকে মুক্ত থাকবো। টেকনাফ সেন্টমার্টিন নৌ চলাকালের নিরাপদ ও চিরস্থায়ী সমাধানের জন্য শাহ্পরীর দ্বীপ ঘোলার চর চ্যানেলটি ড্রেজিং করার জোর দাবী জানান নেতৃবৃন্দরা।