টেকনাফ প্রতিনিধি।
টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে শফি গ্রুপের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পি ব্লকের বাসিন্দার মো. ফারুকের স্ত্রী সেতারা বেগম (৩৫), একই ক্যাম্পে বাসিন্দার মনির হাসানের স্ত্রী সেনোয়ারা বেগম (৩৪), মো. খালেদের স্ত্রী নুর বেগম (২৮), মো. খালেদের ছেলে আনোয়ার সাদেক(১২)।
১৭ নভেম্বর রাত ১০ টায় নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এই ঘটনা ঘটে।
নয়াবাজার রেজিস্টার্ড ক্যাম্পে পি ব্লকের বাসিন্দারা জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের রোহিঙ্গা শরণার্থী সেনোয়ারা (৩৪) বসত বাড়ি সামনে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রোহিঙ্গা পাহাড়ি সন্ত্রাসী ডাকাত শফি গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থলে এক শিশুর সহ তিন নারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ পাঠিয়ে দেয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, এক শিশু ও তিনজন রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের সারা শরীরে ছররা গুলি লাগাই উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করা হয়েছে।