দরিয়া নগর ডেস্ক
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার মাহমুদের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হন তিনি। আহত হওয়ার পর ৭০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, আন্দোলনে গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেলের ধোঁয়ায় মাটিতে লুঁটিয়ে পড়েন মাহমুদ। তখন ছাত্রলীগের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হন মাহমুদ। পরদিন চট্টগ্রামের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রামে মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন রোববার রাত সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কাউসার মাহমুদ।
কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিবিএ ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে।
নিহত কাউসার মাহমুদের পিতা আব্দুল মোতালেব জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কাউসারের জানাজা হবে। সেখান থেকে মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে সোমবার রাতে আব্দুর রহমান মাতব্বর জামে মসজিদে একটি জানাজা হবে। জানাজা শেষে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে।
আব্দুল মোতালেব নগরীর চট্টগ্রাম কর্মাস কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন। মোগলটুলীতে মুদির দোকানও রয়েছে তাঁর।