কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহয়তায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়।
বেঞ্চ বিতরণের পূর্বে উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন।
এতে উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা, ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোরশেদুল আলম, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুছ, কুতুবদিয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার সোহেল রানা উপস্থিত ছিলেন।
জাইকা’র অর্থায়নে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ১১৮ জোড়া, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ৫০ জোড়া, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ৬০ জোড়া, ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজ ৫০ জোড়া, ছমদিয়া আলিম মাদ্রাসা ৩০ জোড়া, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় ৩০ জোড়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩০ জোড়া, নুরানিয়া বালিকা দাখিল মাদরাসা ২৫ জোড়া, বিয়াম ল্যাবরেটরি স্কুল ২৭ জোড়াসহ মোট ৪২০ জোড়া প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন।