দরিয়া নগর ডেস্ক
চট্টগ্রামে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাব-৭। এ উপলক্ষ্যে আজ (০৯ অক্টোবর) বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা এলাকার জেএমসেন হলে পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব সাতের উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরীসহ র্যাব কর্মকর্তারা। এসময় বিজিবির একটি দলও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা-২০২৪ উদ্যাপন করতে চট্টগ্রাম এর আওতাধীন চট্টগ্রাম জেলা ও মহানগরী, ফেনী, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব।
এ ছাড়া দুর্গোৎসব এর পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখার অংশ হিসেবে র্যাব-৭ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। টহল কার্যক্রম পূর্বের তুলনায় জোরদার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং দুর্গোৎসব চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দায়িত্বপূর্ণ এলাকা একটি মহানগরী এবং চারটি জেলায় (চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি) নিয়মিত রোবাস্ট পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে র্যাব।