দরিয়া নগর ডেস্ক
চট্টগ্রামের আনোয়ারায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্নে ও নিরাপদে উদ্যাপন করতে উপজেলার বিভিন্ন মণ্ডপের জন্য সিসিটিভি ক্যামেরা প্রদান করেছেন সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ তৌহিদুল আলম।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুল জলিল মিলনায়তনে পূজা উদ্যাপন কমিটির নেতাদের হাতে এসব সিসিটিভি ক্যামেরা হস্তান্তর করেন তিনি।
এ সময় আনোয়ারা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, সাংবাদিক এম আনোয়ারুল হক, নুরুল ইসলাম, মোজাম্মেল হক, হুমায়ুন কবির শাহ্ সুমন, ইউপি সদস্য হাসান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিক তৌহিদুল আলম বলেন, যেকোনো পূজা পার্বণকে ঘিরে একটি কুচক্রী মহল এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করে থাকে। আমরা চাই না কোনো ধর্মের মানুষ নিজ দেশে অনিরাপত্তায় ভুগুক।
তাই এসব পরিস্থিতিতে উপাসনালয়গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করা যায় না। ফলে নিরীহ মানুষ হয়রানির শিকার হয়, নষ্ট হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সমাজের বিত্তবানদের উচিত উপাসনালয়গুলোতে দুর্বৃত্তায়ন রোধে লোক দেখানো পাহারা দেওয়ার চেয়ে নিরাপত্তা সরঞ্জাম সংযুক্তিতে মনোযোগী হওয়া।
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আনোয়ারা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরাসহ সাধারণ মানুষ।