শুভ বিজয়ার দিনে সিঁদুর খেলায় মেতেছে পূজার্থীরা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার শুভ বিজয়া দশমী। ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তরা সমবেত হয়ে দেবী দুর্গার দর্শন করেন, অঞ্জলি গ্রহণ করেন এবং পূজা-অর্চনায় অংশ নেন।

আজ বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানোর দিন হওয়ায় সকাল থেকেই মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড় ও আবেগঘন পরিবেশ। দশমীর অন্যতম আকর্ষণ ছিল সিঁদুর খেলা। দেবীকে বিদায় জানানোর আগে নারীরা তাঁকে বেলপাতা, ধান ও দূর্বা নিবেদন করেন এবং সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন। পরে ভক্ত নারীরাও একে অপরকে সিঁদুর পরিয়ে শুভ কামনা বিনিময় করেন। দেবীর আশীর্বাদ কামনা করে সিঁদুর খেলার এ আনন্দঘন মুহূর্তে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এছাড়া তরুণ-তরুণীরা নৃত্য, গান ও আনন্দ-উল্লাসে বিজয়া দশমীর আবহকে আরো প্রাণবন্ত করে তোলে। পূজার্থীরা জানান, বিদায় সবসময়ই বেদনাদায়ক। তারপরও আমরা হাসিমুখে মাকে বিদায় জানাই, কারণ জানি আগামী বছর আবার তিনি ফিরে আসবেন।

এ বছর চট্টগ্রাম নগরীতে মোট ২৯২টিসহ জেলায় ২ হাজারের বেশি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মণ্ডপেই সকাল থেকে চলছে পূজা, অঞ্জলি ও বিদায় সংবর্ধনা। বিকেলে নগরীর কালুরঘাট, কর্ণফুলী নদীর পাড় ও পতেঙ্গা সমুদ্র সৈকতে মহাসমারোহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এদিকে সতর্ক ও নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা।