রোহিঙ্গাদের মাদক কারবার সরকারের জন্য সংকট সৃষ্টি করেছে : ফারুক ই আজম

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বড় একটা অংশ মাদকের সঙ্গে জড়িত এবং এর অর্থনৈতিক প্রভাবে সীমান্তের ওপারে বিদ্রোহী বাহিনীগুলোকে আর্থিক সামর্থ জোগাচ্ছে।

 

তিনি বলেন, রোহিঙ্গাদের মাদক কারবার সরকারের জন্য সংকট সৃষ্টি করেছে। সরকার এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এগুলো বন্ধ করতে চেষ্টা করছে। অধিকাংশ বন্ধ হয়েছে বলতে পারি, কিন্তু একেবারে বন্ধ হয় নাই।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম ফোরামের আয়োজনে “চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

 

সেমিনারে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়। এটি আন্তর্জাতিক সংকট। তাই একে আন্তর্জাতিকভাবে সমাধান করতে হবে। এর সঙ্গে প্রতিবেশী অনেক রাষ্ট্রের স্বার্থও জড়িত।

 

এ সময় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা প্রকাশ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরে যাক।

 

সেমিনারে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনরা মতামত তুলে ধরেন।