নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার রশিদের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, গুলিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলমগীর ওরফে আলম।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’
এর আগে ৭ অক্টোবর হাটহাজারীতে মোটরসাইকেল করে আসা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে মুহাম্মদ আবদুল হাকিম (৫২) নামের এক বিএনপিকর্মী মৃত্যু।আবদুল হাকিম রাউজানের বাসিন্দা।২০২৪ সালের আগস্টের পর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন রাউজানে।












