ফারুকী-বশিরকে উপদেষ্টা করার প্রতিবাদে সভা, আটক ৫

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক 

শিল্পপতি শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে চট্টগ্রামে এক সভা পণ্ড করে দিয়েছে পুলিশ। ওই সভা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক পাঁচজনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কোনো সম্পৃক্ততা আছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানার জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে তাদের আটক করা হয়। ‘তাওহিদী ছাত্র জনতা’ নামে একটি সংগঠনের ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

আটকদের পাঁচজনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- শিবলী নোমান, ওসামা, মবিন ও তওকীর। আরেকজনের নাম জানা যায়নি। এর মধ্যে শিবলী নোমান ‘তাওহিদী ছাত্র-জনতা, চট্টগ্রামের’ আহ্বায়ক এবং অন্যরা সদস্য।

জানা গেছে, সভা শুরুর মুহুর্তে ৮-১০ জন প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছিললেন। তারা ব্যানার নিয়ে দাঁড়ানোর পর পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে। এরপর সভা পণ্ড হয়ে যায়। অন্যরা দৌড়ে পালিয়ে যান।

নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে সদ্য শপথ নেওয়া মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে উপদেষ্টা করার প্রতিবাদে তাওহীদি ছাত্র-জনতার ব্যানারে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি।