পতেঙ্গায় পরিত্যক্ত ফিশিং বোট থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম

চট্রগ্রাম সংবাদদাতা

চট্রগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি পতেঙ্গা সমুদ্র সৈকতের ওয়েস্ট পয়েন্ট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত পতেঙ্গা সমুদ্র সৈকতের ওয়েস্ট পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজিএস শ্যামল বাংলা। এ সময় ১ টি পরিত্যক্ত ফিশিং বোটের ইঞ্জিনরুমের তেলের ড্রাম থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে উদ্ধারকৃত ইয়াবাগুলো ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।