পতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম

কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে র‌্যাব-৭ এর একটি দল কাঠগড় ধুমপাড়ায় জনৈক নাছিমের নির্মাণাধীন ভবনে অভিযান চালায়।

গ্রেপ্তার মো. নাছির ওরফে নাছিম (৫০)। তিনি পতেঙ্গা থানার পূর্ব কাঠগড় উত্তর পতেঙ্গা এলাকার মো. আবুল কালামের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাঠগড় এলাকায় একটি বসতবাড়িতে অবৈধভাবে মাদকদ্রব্য মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। এমন তথ্যে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে একটি কালো ও নীল রঙের কাঁধব্যাগের ভেতর ইট সদৃশ পলিথিন ও কসটেপে মোড়ানো ১৫টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. নাছির স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।