নিজস্ব প্রতিবেদক :
দেশপ্রেম ধারণ করেই দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার (৩ আগস্ট) নগরীর নাসিরাবাদ অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন সিটি মেয়র।
অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “তোমরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করলেও তোমাদের জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ অবশ্যই বাংলাদেশে করতে হবে। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে পারলেই তোমরা হয়ে উঠবে সার্থক শিক্ষার্থী ও গর্বিত নাগরিক।”
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, স্কুল শুধু পুথিগত শিক্ষা দেয় না, বরং তা শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ গঠনের পাঠ শেখায়। এই শিক্ষাই ভবিষ্যতে তোমাদের জীবনের প্রতিটি ধাপে সাহায্য করবে। তোমাদের মধ্যে যদি সততা ও দেশপ্রেম জাগ্রত থাকে, তবে তোমরাই গড়তে পারবে দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি-সমৃদ্ধ একটি বাংলাদেশ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব কাজী সুলতানা ইয়াসমীন। এছাড়া সহকারী শিক্ষক স্বেতা চৌধুরী ও ফারহানা আকতারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার ও অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেএমটি ফার্নিচার, রিজনশিপ শিপিং-এর প্রতিনিধি এবং নাসির কো-অপারেটিভ হাউজিং সোসাইটির কর্মকর্তাবৃন্দ ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।