নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – চাকসু নির্বাচনের তফশিল ঘোষণা হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন, শিগগিরই প্রকাশ করা হবে নির্বাচনি আচরণবিধি। আজ দুপুরে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, চাকসু ভবনের দোতলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে। আজকের মধ্যেই প্রস্তুতি শেষ করে দ্রুতই পূর্ণাঙ্গ ভোটার তালিকা পাওয়া যাবে বলেন তিনি। এসময় কমিটির সদস্য সচিব শহিদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার হিসেবে অংশ নিতে পারবেন।
এবারের চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন। কমিটির সদস্য সচিব শহিদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।