চবিতে শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ: ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক নোটিশে ১৪৪ ধারা জারি করেন।

আদেশে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেইট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে রোববার দুপুর দুইটা থেকে আগামীকাল রাগ ১২টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারী করা হল।

এতে সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করলাম।

রোববার (৩১ আগস্ট) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি বাস এসে থামে মেডিকেলের জরুরি বিভাগের সামনে। বাস থেকে একে একে নামানো হচ্ছে আহত শিক্ষার্থীদের। এদের অনেককে স্ট্রেচারে করে জরুরি বিভাগে নেওয়া হচ্ছে, আবার স্ট্রেচার ছাড়াও শিক্ষার্থীরা কোলে করে নিয়ে ভর্তি করছেন মেডিকেলে। আহতদের অনেকের মাথায়সহ শরীর বিভিন্নভাবে ব্যান্ডেজ দেখা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বলেন, ‘এখন আহত ৪০ জনের মতো শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।’