চট্টগ্রাম মহানগরীকে ক্লিন সিটি গড়তে গভীর রাতে সারপ্রাইজ ভিজিটে সিটি মেয়র

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক 

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে গভীর রাতে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার রাতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মাকে নিয়ে আরেফিন নগর টিজি পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় মেয়র বলেন, নগরবাসীর সুবিধার্থে পরিচ্ছন্ন কার্যক্রম রাতে পরিচালিত হচ্ছে বিধায় আমি রাতে পরিচ্ছন্ন কার্যক্রম আদৌ হচ্ছে কী না নাকি কর্মীরা ফাঁকি দিচ্ছে তা দেখতে পরিদর্শন করব। কেউ দায়িত্ব পালনে ফাঁকি দিলে বা ব্যর্থ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মেয়র বর্জ্যাগারগুলোর বর্তমান সক্ষমতা যাচাই করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতামত নেন।

এছাড়া, রোববার দুপুরে শিডিউল প্রোগ্রামের বাহিরে হঠাৎ সিআরবিতে সড়ক সংস্কার কাজ পরিদর্শন করতে যান মেয়র। তিনি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামকে সাথে নিয়ে সিআরবি সাত রাস্তা মোড় থেকে হোটেল রেডিসন ব্লু পর্যন্ত হেঁটে হেঁটে সড়ক সংস্কার ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমকে দ্রুত নগরীর সিআরবিসহ ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন সিটি মেয়র।