নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী পরিচয় তাঁকে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে থানায় নেওয়ার চেষ্টা করছিলেন। এই ঘটনার একটি ভিডিও এসেছে দরিয়া নগরের কাছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এলাকায় এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক তদন্ত সাজ্জাদ হোসেন জানান, ‘স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। ঘটনা মাত্র ঘটলো। পরে বিস্তারিত জানানো যাবে।’
ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত ছিলেন ওসি নিজাম। তাঁকে কলার ধরে টেনেহিঁচড়ে গলা টিপে ধরতে দেখা যায়। সেখানে ভিডিওতে আরও কয়েকজন যুবককে দেখা যায়।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এই সেই ওসি নিজাম, ‘যে জনতার মেয়র ডা. শাহাদাতকে, আমাদেরকে ১৫ বছর কষ্ট দিয়েছে। আজকে তাঁকে আমরা ধরেছি। পাঁচলাইশ থানার সামনে আমাদের দলীয় লোকজনকে জড়ো হওয়ার অনুরোধ জানাচ্ছি।’
ওসি নিজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সবশেষ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।