নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের হালিশহর এলাকার গাউসিয়া সুইটস এন্ড বেকারি ও বড়পোল এলাকার হাইওয়ে সুইটস এন্ড বেকারি দুটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যাণ আদালত।
এ সময় মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে গাউসিয়া সুইটসকে ৩ লাখ টাকা ও হাইওয়ে সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরান।
এসময় মেসার্স গাউসিয়া সুইটস এণ্ড বেকারিতে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন; মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ; খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসঙ্গতি পায় ভ্রাম্যমাণ আদালত। তাই ৩ লাখা টাকা অর্থদণ্ড দিয়ে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া বড়পোলের হাইওয়ে সুইটস এণ্ড বেকারিতে অসম্পূর্ণ লেবেলিং, মেয়াদে কারচুপি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টরসহ সংশ্লিষ্টরা অংশ নেন।












