চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের পতেঙ্গা থেকে বিলুপ্ত প্রায় ৩টি তক্ষক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
১১ মার্চ মঙ্গলবার রাত ১টার দিকে ফ্রী-পোর্ট পকেট গেইট ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এ তক্ষকগুলো উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১ টার দিকে পতেঙ্গায় আকমল আলী রোডের ফ্রী-পোর্ট পকেট গেইট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি আউট পোস্ট পতেঙ্গা।
অভিযান চলাকালীন ২ জন ব্যক্তিকে তক্ষক বেঁচা-কেনা করতে দেখা যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ২ জন তক্ষক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্রীজের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি খাঁচাসহ ৩টি তক্ষক উদ্ধার করে কোস্ট গার্ডের অভিযানিক দল।
বন্যপ্রানীর অবৈধ পাচার রোধকল্পে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।