গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর উরশ শরিফ উপলক্ষে দেড় যুগপূর্ণ শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : 

সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৬ জানুয়ারী) চট্টগ্রাম উপমহাদেশের প্রখ্যাত সুফি, মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ঐতিহাসিক ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম উরশ শরিফ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী দেড় যুগপূর্ণ শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, জনগণ বিষয়টি ভালোভাবে মেনে নিচ্ছে না। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মত ও অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। রাষ্ট্রীয় উদ্যোগগুলো যেন কোনো নির্দিষ্ট মত চাপিয়ে না দেয়,সেদিকে সবার সচেতন থাকা প্রয়োজন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।