নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী লোকজনের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্র বলছে, বুধবার (১৮ জুন) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সময়ে চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর জিইসও মোড়, আগ্রাবাদ, চৌমুহনী, বাকলিয়া, রাহাত্তারপুল এলকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকায় বিভিন্ন সড়ক।
সকাল আটটায় অফিসগামী গণমাধ্যমকর্মী সাইফুল ইসলাম বলেন, ‘সকাল থেকে অফিস থাকায় জিউসি দিয়ে যাচ্ছিলাম। সেখানে হাঁটু সমান পানিতে সড়ক তলিয়ে গেছে।’
নগরীর চৌমুহনী এলাকায় জলাবদ্ধতার কবলে পড়া হানিফ বলেন, ‘সকালে সবাই অফিসে যাচ্ছে। এই সময়ে সড়কে হাঁটু থেকে কোমড় সমান পানি। মানুষের ভোগান্তির শেষ নেই।’
রাহাত্তারপুল এলাকার পোশাকশ্রমিক তমা বিশ্বাস বলেন, ‘সকাল ছয়টা থেকে অফিসে যাওয়ার জন্য বের হতে হয়। পথে পানির কারণে গাড়ির উপস্থিতি কম ছিল। অনেক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি পেলাম।’
জানতে চাইলে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘সকালে ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল ৯টা থেকে আজ ৯টা পর্যন্ত ৬৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি তিন নম্বর সতর্ক সংকেত রয়েছে।’