নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সরকার ও আদালত কর্তৃক নিষিদ্ধ না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের আসতে বাধা নেই।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও চট্টগ্রাম অঞ্চলের সকল নির্বাচন কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের ওপর কারো কোন চাপ নেই উল্লেখ করে বিবেকের চাপে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য কমিশন কাজ শুরু করছে বলেন সিইসি।
এ সময় সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে-বামে, উপরে-নিচে বা বহির্বিশ্বের কোন চাপ নেই। তবে এখন বিবেকের চাপেই এদেশে ভালো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার কাজ করছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, বর্তমান ভোটার তালিকায় অনেক ফেইক ভোটার আছে এবং এদের মধ্যে অনেক বিদেশি ভোটারও আছে। আমরা সব কিছু যাচাই করছি এবং কঠোর ব্যবস্থার মাধ্যমে এসব সংস্কার করছি। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে মার্চের দুই তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান, সিইসি।
সিইসি বলেন, আগামী নির্বাচনে ভোটারদের আস্থাহীনতা দূর করতে ভোটরদের বাড়ি বাড়ি যাবে নির্বাচন এবং ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাদ, সুন্দর ও গ্রহণযোগ্য করাই মূল কাজ হিসেবে নিচ্ছে কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে সিইসি বলেন, সরকার বা আদালত কর্তৃক নিষিদ্ধ না করা হলে, নিবন্ধিত কোন দলেরই নির্বাচনে আসতে বাধা নেই।