শিলখাী উচ্চ বিদ্যালয়-শিউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে সাবেকদের মিলনমেলা

কক্সবাজার চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :  

 

কক্সবাজারের ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন শিউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৬৮  সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে এসএসসি পাস করা অর্ধশতাধিক ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন; তৈরি হয় আনন্দঘন পরিবেশ। 

 

শনিবার (১৫ মার্চ) চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে হাজারো সাবেক শিক্ষার্থীর উপস্থিততে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহিউদ্দিন।

 

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভার আনুষ্ঠনিকতা। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক এবিএম মফিজুর রহমান।

 

অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা সারা দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। এখানে এসে অনেকের সঙ্গে দেখা হলো, আমি আপ্লুত হয়েছি।’

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মোনাফ, মোজাম্মেল হক, বর্তমান প্রধান শিক্ষক মো. ইব্রাহিম সভায় উপস্থিত ছিলেন। এছাড়া পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম ও পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শুভেচ্ছা বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. মোস্তফা কামাল বলেন, ‘শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আজকের ইফতার মাহফিল এই সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমরা সদস্য ও এলাকার জন্য কাজ করে যেতে চাই।’

 

ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলাউদ্দিন চৌধুরী  বলেন, এই আয়োজনে মনে হচ্ছে, আমরা সবাই একদিনের জন্য স্কুলের স্মৃতি ফিরে গেলাম। সিনিয়র-জুনিয়রের মেলবন্ধনের এই পরিবেশ আমরা ধরো রাখতে চাই।

 

সদস্য সচিব মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘স্বতস্ফুর্ত অংশগ্রহনের জন্য সবার কাছে কৃতজ্ঞতা।’

 

সভার একপর্যায়ে আমন্ত্রিত অতিথিরা সংগঠনের গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন করেন।