One arrested with firearms by the Coast Guard from Shahpari Island.

শাহপরীর দ্বীপ থেকে আগ্নেয়াস্ত্রসহ কোস্ট গার্ডের হাতে আটক এক

কক্সবাজার টেকনাফ

টেকনাফ সংবাদদাতা ;

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার ২৯ জানুয়ারি রাত ২টার দিকে শাহপরীর দ্বীপ পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টার দিকে একটি অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন টেকনাফ এবং শাহপরী আউটপোস্ট।

এ সময় মোজা আলম(২৭) নামের এক জনকে আটক করার পর তাকে তল্লাশি করে ১টি নাইন (৯) এম এম পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।