বান্দরবানের লামায় অনুষ্ঠিত হলো- তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ‘ তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ মে-বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলার, লামা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, আঞ্চলিক তথ্য অফিস,চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান।

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে ও লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন এর সভাপতিত্বে ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে তরুণরা অনেক বৈশ্বিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও আমরা তেমন কিছু দেখেছি। তরুণরা একটি বড় রাজনৈতিক উত্তরণের কেন্দ্র হিসেবে কাজ করেছে। গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য এবং ভবিষ্যৎ উন্নয়ন যাতে সমতা, বৈষম্যহীন এবং সামাজিক ন্যায়বিচার দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য তরুণদের সম্পৃক্ততা অপরিহার্য।

সভাপতির বক্তৃতায় উপজেলায় নির্বাহী অফিসার বলেন, একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। গণমাধ্যম সমাজের নানান অসংগতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে, যা সুশাসনের মূল ভিত্তি। বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সমাজে নানান অসংগতি প্রকাশ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। এছাড়াও তাঁরা বলেন, সাংবাদিকগণের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা জরুরি। অনিবন্ধিত পত্রিকা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে লামা থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম মজুমদার, লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল হক .লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয় দর্শী বড়ুয়া দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মো. নুর মিয়া, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার,নরুল করিম আরমান, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদ, সংবাদ সারাবেলার স্টাফ রিপোর্টার মো. আবুল হাশেমসহ প্রমুখ। আলোচনায় অংশগ্রহণ করেন।