দেশে স্বাক্ষরতার হার কাগজে কলমে ৭৮ শতাংশ, বাস্তবে ৫০ শতাংশের নিচে; প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

দেশে স্বাক্ষরতার হার কাগজে কলমে ৭৮ শতাংশ শিক্ষার হার হলেও প্রকৃত হার ৫০ শতাংশের কাছাকাছি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে, তা না হলে তারা পাঠ্যপুস্তক পাবেনা। এছাড়া দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলতি জানুয়ারী মাসের মধ্যেই সরকারি বই পাবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, দেশ গঠনের জন্য শিক্ষিত জাতি প্রয়োজন, শিক্ষা ও স্বাক্ষরতা ছাড়া কোন দেশ উন্নতি করতে পারে না। তাই দেশ গড়তে এবং স্বাক্ষরতার হার বাড়াতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বানও জানান উপদেষ্টা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ড. মো. আব্দুর হাকিম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।