তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে ‘জনতার বিক্ষোভ মিছিল’

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধার ও তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে চলমান অপপ্রচার, নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ‘জনতার বিক্ষোভ মিছিল’ শিরোনামে প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল।

বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা-বিশ্বরোড এলাকায় জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানের নেতৃত্বে জনতার  বিক্ষোভ মিছিলে অংশ নেন পাটশ্রমিক দলের নেতাকর্মীসহ হাজারো সাধারন জনতা।

এ সময় পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, এই মহামিছিল তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জবাব—এটা গণতন্ত্রের পক্ষে জনতার আওয়াজ।

সাঈদ আল নোমান বলেন, বর্তমানে দেশের রাজনীতিতে ফ্যাসিজমকে পুনরায় প্রতিষ্ঠার ষড়যন্ত্র ছাড়াও সারাদেশে মব কালচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্হিতি অবনতি হচ্ছে। ষড়যন্ত্রমুলকভাবে দেশকে অস্হিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাই অন্তর্বতী সরকার যদি অবিলম্বে নির্বাচন না দেয় তাহলে দেশে এধরণের অরাজকতা চলতে থাকবে বলেও আশঙ্কা প্রকাম করেন জাতীয় পাট শ্রমিক দলের সভাপতি। তাই অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে স্থিতিশীল করার আহ্বানও জানান তিনি।