নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকা থেকে ৩১ মামলার আসামি আব্দুল্লাহ ওরফে আবুল নুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বার আউলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুুল্লাহর সঙ্গে অন্তত ৮ থেকে ১০ জন। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদ আসে যে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নির্জন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমিরাবাদের বার আউলিয়া এলাকা থেকে ডাকাত আব্দুল্লাকে গ্রেপ্তার করি। তার হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করি।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, আব্দুল্লাহর সঙ্গে আরও ৮ থেকে ১০ জন ছিল। তারা পালিয়ে গেছে। বিভিন্ন থানায় আব্দুল্লাহর নামে ৩১টি মামলা রয়েছে।