নিজস্ব প্রতিবেদক
টেকনাফ প্রবাসীদের প্রিয় সংগঠন ‘টেকনাফ প্রবাসী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড’ এর বার্ষিক বনভোজন’২৪ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার ) মেরিন ড্রাইভ (টেকনাফ পয়েন্ট) সংলগ্ন ঝাউ বাগানে আয়োজিত বনভোজনে অংশ নেন প্রবাসী ভাই-বন্ধুসহ স্থানীয় গণ্যমাণ্যরাও।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এই সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা যখনই প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তখনই তারা মিলন মেলার মত আয়োজন করে থাকেন।
সংগঠনটির নেতারা জানান, নিজের দেশ ছেড়ে প্রবাস জীবন একাকিত্বের জীবন। আর এই একাকিত্বের জীবনকে উপভোগ্য করতে এবং প্রবাসে একতাবদ্ধ হয়ে সবাই একে অপরে সহযোগিতা ও সহমর্মিতায় পাশে থাকতেই এ সংগঠন করেছেন তারা।
প্রবাসীদের এমন উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় গণ্যমান্যরা। প্রবাসীদের ত্যাগ ও দেশের জন্য তাদের যে অবদান তা অনস্বীকার্য উল্লেখ করে প্রবাসে সবাই এমনই একতাবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।
সমিতির বনভোজনে বিশেষ অতিথি হিসেবে টেকনাফ উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদ, সহকারী কর্মকর্তা মনির আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া সমিতির সভাপতি ড. মাওলানা আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আলী হোছাইন আর্মি, সহ সভাপতি মুহাম্মাদ রাশেদ উল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহ জাহান , সদস্য আব্দুর রহিম, আলী হোছাইন , আব্দুল হক, রুহুল আমিন, মুহাম্মাদ মূছা, মাওলানা মাহমুদুর রহমান , মুহাম্মদ শরীফ , শুভাকাঙ্ক্ষী জাহাঙ্গির আলম, মুহাম্মাদ সেলিম উল্লাহ, ছৈয়দুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আলী হোছাইন ও জাহেদুল ইসলাম প্রমুখ বনভোজনে অংশ নেন।