টেকনাফের বাহারছড়ায় ব্যবসায়ীকে অপহরণ

টেকনাফ

টেকনাফ প্রতিনিধি।

টেকনাফের বাহারছড়ায় জসিম উদ্দিন নামে এক মুদি দোকানদারকে অপহরণ করেছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসীরা।

৩০ ডিসেম্বর সোমবার রাত ১১ টার সময় বাহারছড়া বড় ডেইল এলাকার জসিম উদ্দিন(৩৫)কে তার দোকান থেকে নিয়ে যায় সন্ত্রাসীরা।

অহৃত জসিম বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল ৮নং ওয়ার্ড এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানায়, জসিম উদ্দিন স্থানীয় একজন মুদির দোকানদার। দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনি প্রতিদিনের মত নিজের মালিকানাধীন মুদির দোকানে ছিলেন। রাত ১১ টায় হঠাৎ ২০-৩০ জনের একটি অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে মুদির দোকান থেকে জসিমকে তুলে নিয়ে যায়। এ সময় লোকজন বাধা দিতে চাইলে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে নিয়ে যায় অসিমকে।

অপহৃত ভিকটিমের বড় ভাই মৌলানা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ স্থানীয় ও রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসী দোকানে এসে আমার ভাইকে ফাঁকা গুলিবর্ষণ করে তুলে নিয়ে যায়। প্রত্যেকের হাতে একটি করে অস্ত্র রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এর আগে একই দিন সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের জমিতে কাজ করতে গিয়ে রোহিঙ্গা সহ ১৯ জনকে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সারাদিন পাহাড়ে অভিযান চালানো হলেও তাদদের উদ্ধার করা সম্ভব হয়নি।