চট্টগ্রাম মহানগরীর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন

চট্টগ্রাম

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।
রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার ও রাইয়ান ফেরদৌস এবং ইজহারুল আহম্মেদ শিহাব।

এ সময় সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করে পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৩ টি মামলায় মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ব্যাটারি গলির বাজার-এ অভিযান পরিচালনা করে ৩ টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

মহানগরীর ফইল্যাতলী বাজারে অভিযান পরিচালনা করে ৩ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেন আগ্রাবাদ জোনের সহকারী কমিশনার (ভূমি), তানভীর হাসান তুরান।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসন।

এ সময় মোবাইল কোর্টের সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।