চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক : ‍

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক বিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

২৪ মে-শনিবার বেলা পৌনে এগারোটার দিকে মীরসরাই এর সরকার টোলাস্থ মাহি এন্টারপ্রাইজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল মীরসরাই থানাধীন সরকার টোলাস্থ মাহি এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় পিকআপটি তল্লাশী করে ১০০ টি ফেনসিডিল বোতল এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।