নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের পটিয়া থানার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. খোরশেদ আলম (৫০)কে গ্রেফতার করেছে র্যাব-৭। তিনি পশ্চিম রশিদবাদ এলাকার মীর আহম্মদের ছেলে।
পলাতক থাকার ২৮ বছর পর ১৭ মে শনিবার সন্ধ্যায় পটিয়ার শোভনদন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্থিতে শনিবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ বছর ধরে পলাতক থাকা অস্ত্র মামলার আসামী মো. খোরশেদ আলম (৫০)কে পটিয়ার শোভনদন্ডি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।