চট্টগ্রামের কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিল কাভার্ড ভ্যানচালকের কাছে

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

 

 

চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ মো. রুবেল ওরফে রনি (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক।

 

 

পুলিশ বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় কোতোয়ালি থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট হয়েছিল, রুবেল সেগুলোর একটি লুটে নিয়েছিলেন। তিনি জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন।

 

১৭ জুন-মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন।

 

ডিসি আলমগীর বলেন, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার মেরিন ড্রাইভ রোড সংলগ্ন লট্ট্যাইয়াঘাটা এলাকা থেকে একটি পলিথিনে মোড়ানো বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে ছিল দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি। অস্ত্রের সিরিয়াল নম্বর মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়েছে, এটি কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি।

 

সংবাদ সম্মেলনে ডিসি আলমগীর আরও বলেন, রুবেলের বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাচর গ্রামের ঠাকুরদিঘী বাজার এলাকায়। তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। অসৎ উদ্দেশ্যেই অস্ত্রটি লুট করেছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা অস্ত্রটি এখনো কোথাও ব্যবহার করা হয়নি। এটি লুকিয়ে রাখা হয়েছিল।