নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে রাবার বুলেট ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে সিএমপি।
গত কাল রাত দুইটার দিকে নগরীর লতিফপুর সোনা মিয়া রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আব্দুল হামিদ (২৩), মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫), গোলাম রব্বানী (২৫) ও মো. সুমন (৩৫)।
এ সময় তাদের তল্লাশি করে সাত রাউন্ড রাবার বুলেট, একটি স্টিলের চাইনিজ কুড়াল, একটি দেশীয় তৈরি লোহার ছুরি, একটি পুরাতন টিপ ছুরি, একটি স্টিলের তৈরি ছুরি উদ্ধার করা হয়।
এছাড়া মো. এরশাদ হোসেন (৩৫), মো. তারেক আকবর (২০), মো. সম্রাট(২০) ও মো. খোকন(২৮)কে পলাতক দেখিয়ে অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে আকবরশাহ্ থানাধীন ৯নং ওয়ার্ডের মিরপুর আবাসিক বড় গ্যাস লাইন এলাকার জঙ্গল ছলিমপুর পাকা রাস্তার উপর ১১/১২ জনের একটি ডাকাত দল সমবেত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রাত ২ টার সময় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।