Jasim killed in dispute over sale of leftover food: Arrest 2

খাবারের উচ্ছিষ্ট বিক্রির দ্বন্দ্বে জসিম হত্যা: গ্রেফতার ২

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

খাবারের উচ্ছিষ্ট বিক্রির দ্বন্দ্বের জেরে মঙ্গলবার চট্টগ্রাম নগরের আনন্দবাজার এলাকায় খুন হন মো. জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং বন্দর থানার চান্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেজাম উদ্দিন দিপু প্রকাশ বড় সোহাগ (২৫) এবং তার সহযোগী সিয়াম (২৫) নামের এ দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এদের মধ্যে জসিম হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলার প্রধান আসামি দিপু এবং ৯ নম্বর আসামি সিয়াম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে আনন্দবাজারের সিটি কর্পোরেশন ময়লার ডিপো সংলগ্ন টিজি কলোনি এলাকায় ছুরিকাঘাতে খুন হন মো. জসিম উদ্দিন। ওই ময়লার ভাগাড়ে ফেলা পঁচা-বাসি খাবার, নষ্ট ফলমূল ও বোতল কুড়িয়ে বিক্রি করতেন তিনি। পরে সেগুলো বিক্রি করতেন। এই ব্যবসা নিয়ে স্থানীয় আরেকটি পক্ষের সাথে তার দ্বন্দ্ব ছিল। 

পুলিশ জানিয়েছে, পূর্বের দ্বন্দ্ব থেকেই আসামি নেজাম উদ্দিন দিপু তার কয়েকজন সহযোগীসহ টিজি কলোনির প্রবেশমুখে রাখাল দাশের ভবনের সামনে জসিম উদ্দিনের ওপর আক্রমণ চালায়। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান, জসিমকে হত্যার ঘটনায় আজ (বৃহস্পতিবার) দুপুরে তার বড় ভাই আবদুর রহিম সুমন বাদী হয়ে গ্রেপ্তার নেজাম উদ্দিন দিপুকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।