"In a mobile court drive in Kutubdia, two establishments were fined."

কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুতুবদিয়া

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।

অভিযানের সময় দেখা যায়, বেকারিগুলোতে খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং নিম্নমানের উপকরণ ব্যবহৃত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট আইনের আওতায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান চলবে। আইন লঙ্ঘনকারী যেকোনো প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।”

সাধারণ মানুষ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের অভিযান আরও বাড়ানো উচিত। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (মোঃ) আরমান হোসেন  উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিত মনিটরিং এবং আইন প্রয়োগের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।