কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বিআরডিবি’র সুফল ভোগী সদস্যদের ২দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কুতুবদিয়ার আয়োজনে বিআরডিবি’র সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওসমান গনি, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সিকদার, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হানিফ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিআরডিবি’র সদস্যদের এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে পল্লী উন্নয়ন থেকে সহজ ভাবে ঋণ নিয়ে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করলে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।