কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড়ের জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকা ও পশ্চিম তাবেলারচর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহায়তা প্রদান করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা।
এসময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, আলী আকবর ডেইল ইউপি প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশল মোস্তাইন বিল্লাহসহ বাংলাদেশ নৌবাহিনীর,পুলিশ, সিপিপির সদস্য উপস্থিত ছিলেন।
আলী আকবর ডেইল ইউনিয়ন ছাড়াও কৈয়ারবিল ইউনিয়নের মৌলভী আফজল মিয়ার পাড়া ও মৌলভী পাড়ার জোয়ারে পানিতে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানান কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী।
উত্তর ধূরুং ইউনিয়নের মিয়ারাকাটা এলাকার ক্ষতিগ্রস্ত ১শ পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানান উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা জানান, সম্প্রতি সময়ে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ে কারণে অতিরিক্ত জোয়ারের ফলে আলী আকবর ডেইল, কৈয়ারবিল, উত্তর ধূরুং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তার মধ্যে চাল, ঢাল,পিঁয়াজ দেওয়া হয়েছে বলে তিনি জানান।