নিজস্ব প্রতিবেদক:
সকালে আদালতে যাচ্ছিলেন আইনজীবী শেফায়েতুন নেছা সোমা। আদালত মুখী বাসে আরেক যুবক আইনজীবীকে বললেন, ‘আপু একটু সাইড দেন, দাঁড়াব।’ এরপর কিছু বুঝে না উঠার আগেই গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারী দল।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার অ্যাডভোকেট শেফায়েতুন নেছা সোমা বলেন, মেট্টোপ্রভাতি বাসে করে টাইগাটপাস মোড়ে আসি। সেখানে কোনো সিএনজি না পাওয়ার ৬ নম্বর বাসে করে আদালতের উদ্দেশ্য রওয়ানা হই। মাঝপথে রিয়াজুদ্দিন বাজার এলাকায় কয়েকজন যাত্রী উঠে। তাদের গতিবিধি সুবিধাজনক মনে না হওয়ায় আমি ইতস্তত হয়ে বসেছিলাম। এরমধ্যে একজন বললেন, ‘আপু একটু সাইড দেন, দাঁড়াব।’ এই কথা বলার পর মুহুর্তেই একজন আমার গলার চেইন টান মেরে নিয়ে ফেলে। তারা ৬ থেকে ৭ জন ছিল। তখন বাসের হেলপার ও ড্রাইভার কেমন যেন নিরব ভূমিকায় ছিল।
চট্টগ্রাম জজ কোর্টের এই আইনজীবী আরও বলেন, এরপর আমি দৌড়ে থানায় গিয়ে পুলিশের একটি টিম নিয়ে ওই বাসকে শনাক্ত করি। পুলিশ সেখান থেকে ২ জনকে হেফাজতে নেয়। তারা এখন থানায় আছে। এখনও কিছু স্বীকার করেনি তারা। আমার চেইনও উদ্ধার হয়নি।
এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘আমরা বাসের চালককে জিজ্ঞাসাবাদ করতেছি। আইনজীবী মামলা করলে মামলা নিবো। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’