আবুল কাশেম, কুতুবদিয়া
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার হরি মোহন দাশের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বড়ঘোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাকের উল্লাহ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া ইউআরসি ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলমগীর এবং কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও বিদ্যালয়ের এডক কমিটির সদস্য বদরুল আনাম মুবিন।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ভোলানাথ বাবু যিনি নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষকদের ভূমিকা নিয়ে আবেগপূর্ণ বক্তব্য দেন।
জাতীয় পর্যায়ে পুরুষ্কার প্রাপ্ত শিক্ষিকা শামসের নেওয়াজ মুক্তার সঞ্চালমায় উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আলম, সহকারী প্রধান শিক্ষক জমির উদ্দিন, অভিভাবক কমিটির সভাপতি মহিউদ্দীন কুতুবী এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তামান্না, জেয়াসমিন আক্তার, তাহমিনা ফেরদৌসী, জেসমিন সুলতানা, নাবিলা ইসরাত, ওয়াশিফা জন্নাত নওশিন এবং নাজমা আকতার ফাতেমা।
উক্ত বিদায় অনুষ্ঠানে কুতুবদিয়া উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে হরি মোহন দাশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা হরি মোহন দাশের দীর্ঘ কর্মজীবনের অবদান, নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে তার উত্তরোত্তর সুস্থ ও শান্তিময় অবসর জীবনের জন্য শুভকামনা জানান।