নিজস্ব প্রতিবেদক
৩ মাসের মধ্যেই চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৬ জেলার সম্মেলন শেষ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগের সম্মেলন কমিটির প্রধান ও বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
দুপুরে চট্টগ্রাম নগরীর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মহানগরী সহ প্রতিটি জেলার তৃণমূলের ওয়ার্ড- ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যন্ত সর্বস্তরের সম্মেলন শেষ করা হবে। চট্টগ্রাম বিভাগের ১০ সাংগঠনিক জেলার মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, কক্সবাজার এই ৬ টি জেলার সম্মেলনের ধারাবাহিকতায় পরে বাকী ৪ টি জেলার সম্মেলন হবে।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ চট্টগ্রাম মহানগর বিএনপি এবং ৬ জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।