৫০ হাজার পিস ইয়াবাসহ এক জনকে আটক করেছে উখিয়া বিজিবি

উখিয়া

নিজস্ব প্রতিবেদক :

জেলের ছদ্মবেশে মাদক পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন-৬৪ বিজিবির বিশেষ টহল দল।

সোমবার (২৮ জুলাই) রাত ৯ টার দিকে আঞ্জুমানপাড়া বেড়িবাঁধ থেকে তাকে আটক করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্প্রতি নাফ নদীতে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বাড়ায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে বিপুল পরিমান মাদক চোরাচালান করবে। পরিস্থিতির বিবেচনায় ২৮ জুলাই উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিআরএম-১৯ থেকে আনুমানিক ১ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া বেড়ীবাঁধে টহলের সময় রাত ৮ টা ৫০ মিনিটের দিকে ২ জন জেলেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে তাদেরকে তল্লাশী করতে চাইলে এক জন পালিয়ে যায় এবং অপর জন হোয়াইক্যাং এলাকার ভুলু মিয়ার ছেলে মো. শামসুল আলম(৩৫) এর ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পলাতক মাদক চোরাকারবারীকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।