নিজস্ব প্রতিবেদক:
অল্প বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বালকিয়া এলাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়কে হাঁটু সমান পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।
এদিকে বৃষ্টির ফলে সড়কে গণপরিবহনের উপস্থিতি কমে গেছে। ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে প্রায় ৪০ মিনিটের মতো বৃষ্টি হয়। এতে চকবাজারের চকসুপার মার্কেট মোড়, তেলোপট্টি মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, চকবাজারের তেলোপট্টি, চক সুপার মোড় পানিতক ডুবে আছে। রিকশা ছাড়া তেমন গণপরিবহন দেখা যায়নি। মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করেছেন যাত্রীরা। এছাড়া নগরীর শুলকবহর, কাতালগঞ্জ, আগ্রাবাদ এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
চকবাজারের বাসিন্দা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বাবু বলেন, ‘৩০ মিনিটের বৃষ্টিতে চকবাজারের বালি আর্কেডের সামনের সড়ক ডুবে গেছে। কোনো কোনো জায়গায় হাঁটু সমান পানি হয়েছে। গাড়িও পাওয়া যাচ্ছে না।’
রাহাত্তারপুল এলাকায় বাসিন্দা ইকবাল বলেন, ‘সামান্য বৃষ্টিতে রাস্তায় পামি জমে গেছে। বৃষ্টি হলেই বাস উধাও হয়ে যায়। এখন বাধ্য হয়ে রিকশা নিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া দিয়ে।’