নিজস্ব প্রতিবেদক:
সুফি ঐতিহ্যের ধারাবাহিকতায় হযরত শাহজাহান শাহ (রহ.)–এর খোশরোজ শরিফ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের হাটহাজারীর ধলই শাহী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী, শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)।
তিনি বলেন, বাংলার মাটিতে ইসলাম এসেছে ভালোবাসা, মানবতা আর আধ্যাত্মিকতার আলো নিয়ে। দেশের আনাচে–কানাচে সুফি সাধক ও আওলিয়ারাই তাঁদের ত্যাগ, আদর্শ ও মমতার মাধ্যমে মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে আহ্বান জানিয়েছেন। তাঁদের জীবন ছিল দয়া, ক্ষমা আর মানবকল্যাণের এক জীবন্ত দৃষ্টান্ত। আজও তাঁদের শিক্ষা ও আদর্শ এই সমাজে শান্তি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজার শরীফ পরিচালনা পরিষদের সভাপতি এবং ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এজাহার মিয়া চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দীন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মিয়া এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ রবিউল আলম।
বক্তারা বলেন —হযরত শাহজাহান শাহ (রহ.) ছিলেন এক মহান সুফি সাধক, যিনি সারা জীবন ব্যয় করেছেন মানবকল্যাণ, সহনশীলতা এবং ভালোবাসার বার্তা প্রচারে। তাঁর আদর্শ জীবন থেকে আমরা পাই শান্তি, একতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা। বক্তারা আরও বলেন —বর্তমান সমাজে বিভাজন ও অসহিষ্ণুতার সময়েও সুফি সাধকদের শিক্ষা নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পারে।
অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। সেমিনার শেষে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মানবতার শান্তি কামনা করা হয়।