St. Martin's UP Chairman and Awami League President Arrested with Yaba

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ইয়াবাসহ আটক

টেকনাফ

টেকনাফ সংবাদদাতা ;

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান (৫৩)কে আটক করেছে কোস্ট গার্ড।

আজ ৮ ফেব্রুয়ারি -শনিবার ভোর রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান (৫৩) তাঁর বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রেখেছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাত ৩টা ৫০ মিনিটে সেন্টমার্টিন দ্বীপে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন। অভিযানে বাড়ি থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।